আজ সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রজব, ১৪৪৬ হিজরি, রাত ১০:৪২

গণপরিবহনে গ্যাস দেওয়ায় ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২০, ০৬:৫৯ অপরাহ্ণ
গণপরিবহনে গ্যাস দেওয়ায় ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা

লিটন পাঠান মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জে গণপরিবহনে গ্যাস দেওয়ায় ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলার মাধবপুরে আল আমিন সিএনজি ফিলিং স্টেশনকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯-এপ্রিল) সন্ধ্যা রাতে নোয়াপাড়া কড়রা এলাকায় অবস্থিত আল আমিন সিএনজি ফিলিং স্টেশন সরকারি আদেশ অমান্য করে জ্বালানি সরবরাহ করায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আয়েশা আক্তার।

ভাম্যমাণ আদালত পরিচালনা করে তাৎক্ষণিক ২০ হাজার টাকা অর্থ-প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আয়েশা আক্তার জানান, নিষেধাজ্ঞা দেয়ার পরও আল আমিন সিএনজি ফিলিং স্টেশন অতিরিক্ত টাকা নিয়ে গনপরিবহনে জ্বালানি সরবরাহ করে আসছে, এরই প্রেক্ষিতে সন্ধ্যায় অভিযান চালিয়ে অর্থদন্ড করা হয়।

তিনি আরও জানান, ৯ এপ্রিল থেকে কৃষি কাজ আইন শৃঙ্খলা ও জরুরি চিকিৎসা সেবায় ব্যবহৃত পরিবহন ছাড়া কোন গনপরিবহনে জ্বালানি সরবরাহ করা যাবে না এই মর্মে নিদের্শনা জারি করা হয়েছে, কেউ আইন না মানলে জরিমানা করা হচ্ছে এবং পাম্পগুলোর প্রতি কঠোর নজরদারি রয়েছে।

আরও পড়ুন:  হবিগঞ্জে গুঁড়িয়ে দেয়া হলো চারটি ইজিবাইক

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১