সিলেটের ওসমানীনগরে এই প্রথম করোনা রোগী সনাক্ত করা হয়েছে। আক্রান্তের বাড়ি দয়ামীর ইউনিয়নের রাইকদাড়া নোয়াগাও) গ্রামে।বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা।
গতকাল বুধবার আসা রিপোর্টে ধরা পড়ে ওসমানীনগরের ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ। সন্ধ্যার পর আক্রান্তের বাড়ি লকডাউন করা হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে আতংক ছড়িয়ে পড়ে।
এর আগে ওসমানীনগর উপজেলায় গত ১০ দিনে ৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৪ জনের রিপোর্ট আসে নেগেটিভ।
এব্যাপারে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্তি ওসমাননীগর) ডা. এইচ এম শাহরিয়ার বলেন, আমার টিম ঘটনাস্থলে রয়েছে। আমি এখন কিছু বলতে পারবো না।
তবে আক্রান্তের সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার বলেন, আক্রান্ত ব্যক্তি কার কার সাথে মিশেছে বা কিভাবে আক্রান্ত হয়েছে বের করা হচ্ছে। ঘটনাস্থলে মেডিকেল টিম উপস্থিত হয়েছে।