আজ শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাবান, ১৪৪৬ হিজরি, রাত ৪:৩৬

নারায়ণগঞ্জ থেকে ওষুধের গাড়ি চড়ে নারী-শিশুসহ ১৩জন বিশ্বনাথে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২০, ০৬:০২ অপরাহ্ণ
নারায়ণগঞ্জ থেকে ওষুধের গাড়ি চড়ে নারী-শিশুসহ ১৩জন বিশ্বনাথে

সিলেটের বার্তা প্রতিবেদক:: নারায়ণগঞ্জ থেকে ওষুধের গাড়ি চড়ে সিলেটের বিশ্বনাথে এসেছেন নারী-শিশুসহ ১৩ জন ব্যক্তি।

বৃহস্পতিবার লুকিয়ে উপজেলা সদরে প্রবেশের সময় স্থানীয় জনতার হাতে আটকা পড়েন।

এদিকে নারায়ণগঞ্জ থেকে এই সময়ে এদের আসা নিয়ে বিশ্বনাথজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ওই গাড়ির ভেতর থেকে ১৩ নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করে।

 

বিশ্বনাথ থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সেহরির সময় ওই এলাকায় একটি ভ্যান প্রবেশ করলে স্থানীয় জনতা তার গতিরোধ করেন। কাভার্ড ভ্যানটি ঢাকার নারায়ণগঞ্জ থেকে ১৩ জন যাত্রী নিয়ে আসে। ভ্যানটি হচ্ছে, মেসার্স রূপা এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ড, ১৪-৬০২৪)।

এ সময় স্থানীয়দের সন্দেহ হলে ভ্যানটি আটক করে তারা পুলিশে খবর দেন। তখন চালক পালিয়ে যান। পরে ভ্যানের দরজা খোলা হলে ভেতর থেকে বেরিয়ে আসেন ৯ জন নারী-পুরুষ ও ৪ শিশু।

পুলিশ জানায়, তারা সবাই বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। তারা নারায়ণগঞ্জের আড়াই হাজারের একটি ইটভাটায় কাজ করতেন। কাজ না থাকায় ওই ভ্যানে করে বাড়ি ফিরেন তারা।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা জানান, নারায়ণগঞ্জ থেকে আসা নারী, পুরুষ ও শিশুদের বিশ্বনাথের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে খাদ্যসামগ্রীও দেয়া হয়েছে। আর কাভার্ড ভ্যানটি বিশ্বনাথ থানায় রাখা আছে, চালক এখনও পলাতক।

আরও পড়ুন:  পাহাড়ি ঢলে প্লাবিত গোয়াইনঘাট, প্রস্তুত আশ্রয় কেন্দ্র

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭