আজ শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি, বিকাল ৩:৩৩

মোগলাবাজার থানায় অসহায়দের হাতে খাদ্য তুলে দিলেন পুলিশ কমিশনার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২০, ০২:০০ অপরাহ্ণ
মোগলাবাজার থানায় অসহায়দের হাতে খাদ্য তুলে দিলেন পুলিশ কমিশনার

সিলেটের বার্তা ডেস্ক:: মোগলাবাজার থানায় অসহায়দের হাতে খাদ্য তুলে দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম।

তিনি থানা পরিদর্শনে গেলে থানায় কর্মরত পুলিশ সদস্যদের নিজ উদ্যোগে খাদ্য সহায়তা কার্যক্রম দেখে তাদেরকে উৎসাহ ও প্রেরণা প্রদান করেন।

এসময় পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া মোগলাবাজার থানা এলাকার করোনা (COVID-19) সংক্রান্ত খোঁজখবর নেন।

পাশাপাশি পবিত্র মাহে রমজানে বাজার পরিস্থিতি তদারকির জন্য ওসি আখতার হোসেনকে নির্দেশ প্রদান করেন।

এছাড়াও সকল পুলিশ সদস্যকে স্বাস্থ্যবিধি মেনে নিজেদের নিরাপদ রাখার জন্য ডিউটিকালীন এবং অন্যান্য সময় যথাযথভাবে হ্যান্ড গ্লাভস ও মাস্ক পরিধান এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে নির্দেশনাও দেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা পিপিএম, সিনিয়র সহকারি পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে, মোগলাবাজার থানা, অফিসার ইনচার্জ, আখতার হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছাহাবুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন:  জেল হত্যা দিবসে ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০