আজ বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি, রাত ১২:৫৬

বিয়ানীবাজারে আরেক করোনা রোগী সনাক্ত, লকডাউন বাড়ি

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২০, ০১:০৬ অপরাহ্ণ
বিয়ানীবাজারে আরেক করোনা রোগী সনাক্ত, লকডাউন বাড়ি

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিয়ানীবাজারে আরােও একজন করোনা রোগী সনাক্ত করা হয়েছে।

আক্রান্ত ব্যক্তি উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামের বাসিন্দা।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সিলেট সিভিল সার্জন মেওয়ায় গ্রামের ওই যুবকের কভিড-১৯ পজেটিভ হওয়ার বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অবহিত করেন।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা দ্রুত মেওয়া গ্রামে ছুটে গিয়ে বাড়ি লকডাউন করেন।

এ নিয়ে বিয়ানীবাজারে দুইজন করোনায় আক্রান্ত হলেন।

জানা গেছে, গত ২৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সিলেট সিভিল সার্জন মেওয়ায় গ্রামের ওই যুবকের কভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়।

আক্রান্ত যুবক পৌরসভার নয়াগ্রামের মৃত ছয়ফুল ইসলামের বাসার কেয়ারটেকার ছিলেন। ওই বাসায় বিয়ানীবাজারের প্রথম করোনাভাইরাস আক্রান্ত হওয়া টাঙ্গাইল থেকে ফেরত জুয়েলার্স কারিগর আকবর হোসেন ভাড়া থাকতেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবু ইসহাক আজাদ বলেন, সকালে কভিড-১৯ পজেটিভ হওয়ার বিষয়টি জানার পর আক্রান্ত যুবকের বাড়ি লকডাউন ও রোগীকে সিলেট শহীদ সামসুদ্দীন আহমদ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি জানান- তার সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে।

আরও পড়ুন:  চার শর্তে বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক 

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১