খেলাধুলা বার্তা:: অসহায় মানুষের সাহায্য করতে ঐতিহাসিক সেই ব্যাটটি নিলামে তুলেছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলী।
ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, দিবারাত্রির টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন আজহার আলী। রেকর্ডগড়া সেই ব্যাটটিই নিলামে তুলেছেন আজহার আলী।
রেকর্ডগড়া সেই ব্যাটের পাশাপাশি নিলামে তুলেছেন ২০১৭ চ্যাম্পিয়ন ট্রফি শিরোপা জয়ের জার্সি, জার্সিতে দলের সকল ক্রিকেটারের অটোগ্রাফ রয়েছে। দুটি স্মারকেরই ভিত্তিমূল্য ১০ লাখ পাকিস্তানি রুপি রাখা হয়েছে। নিলাম শেষ হবে আগামী বৃহস্পতিবার রাত ১১ টা বেজে ৫৯ মিনিটে।
নিলামের বিষয়টি টুইটারে এক ভিডিও বার্তায় আজহার আলী নিশ্চিত করেন। তিনি বলেন, আমার প্রিয় স্মারকগুলোর মধ্যে দুটি এগুলো। ট্রিপল সেঞ্চুরি করার সৌভাগ্য সবার হয় না। আর ২০১৭ চ্যাম্পিয়ন ট্রফি জয়ের পর জার্সিতে সবার অটোগ্রাফ নিয়ে রেখেছিলাম। এই দুটি জিনিসই আমার কাছে খুব স্পেশাল। তবুও এই কঠিন সময়ে এগুলো যদি মানুষের উপকারে লাগে, তাতেই আমার ভালো লাগবে।