আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, ভোর ৫:৪৬

নিউইয়র্কের করোনা উপসর্গ নিয়ে হবিগঞ্জের শিশুর মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২০, ০৮:১২ অপরাহ্ণ
নিউইয়র্কের করোনা উপসর্গ নিয়ে হবিগঞ্জের শিশুর মৃত্যু

প্রিয়ম বণিক। ফাইল ছবি

প্রবাস বার্তা:: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনা উপসর্গ নিয়ে হবিগঞ্জের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

মারা যাওয়া শিশু নিউইয়র্ক স্টেটের ব্রংস সিটির বাসিন্দা সুনিল বণিকের বড় ছেলে প্রিয়ম বণিক। মৃত্যুকালে তার বয়স ছিল ১৫ বছর।

জ্বর, সর্দি ও কাশির উপসর্গ নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার ভোর পাঁচটায় মন্টেপিয়োর শিশু হাসপাতালে প্রিয়ম মারা যায়।

পরিবার সূত্রে জানা যায়, প্রিয়মের আগ থেকেই অ্যাজমা জাতীয় সমস্যা ছিল। ২৪ মার্চ প্রিয়মের জ্বর, সর্দি, কাশির সমস্যা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার কখনো উন্নতি আবার কখনো অবনতি ঘটছিল। দীর্ঘ এক মাস ৪ দিন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়ে প্রিয়ম।

তার বাবা সুনিল বনিক হবিগঞ্জ শহরের বগলা বাজার এলাকার প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত পরিবার পরিজন নিয়ে নিউইয়র্কের ব্রংস সিটিতে বসবাস করছেন। তিনি বিশিষ্ট ব্যবসাসী প্রয়াত সুবোধ বনিকের ছোট ভাই। শহরের কালিগাছতলা এলাকায় সুনিল বণিকের আদি নিবাস ।

আরও পড়ুন:  হবিগঞ্জে 'ভুলে ভরা' অষ্টম শ্রেণির প্রশ্নপত্র!

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১