নিজস্ব প্রতিবেদক:: সিলেট বিভাগে নতুন করে ২৩৯ জন হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন।
এদিকে কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়েছে ১৬৪ জনকে।
এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় ১০ মার্চ থেকে কোয়ারেন্টিনের হিসাব রাখা শুরু করে। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সিলেটে ১৩ জন, সুনামগঞ্জে ১২৯ জন, হবিগঞ্জে ৫৬ জন ও মৌলভীবাজারে ৪১ জন রয়েছেন।
আর গত ২৪ ঘন্টায় আরও ১৬৪ জনকে কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়। এরমধ্যে সিলেটের ২০ জন, সুনামগঞ্জের ৪৮ জন, হবিগঞ্জের ২৪ জন ও মৌলভীবাজারের রয়েছেন ৭২ জন।
সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ৯ হাজার ৩৬১ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৯৯৭ জন।