সিলেটের বার্তা ডেস্ক:: মৌলভীবাজারে স্বাস্থ্যকর্মীসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ জন।
গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আক্রান্ত না হলেও করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে আউটডোরে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা মানছে না সামাজিক বা শারিরীক দূরত্ব।
আজ বুধবার সদর হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখাতে আসা রোগীরা কোনও নিয়মই না মেনে লাইনে ও চেয়ারে বসে থাকতে দেখা যায়। সামাজিক ও শারিরীক দূরত্ব কেহই মানছেননা। এবিষয়ে হাসপাতাল তত্বাবধায়ক ডা. পার্থ সারথী দত্ত কানু গো জানান, রোগীদের বারবার বলার পরই তারা তা মানছেন, তবে দূরত্ব বজায় রেখে যাতে চিকিৎসা নিতে পারে সেদিকে খেয়াল রাখছেন তারা। এদিকে সবচেয়ে বেশী করোনা আক্রান্ত হয়েছে কুলাউড়ায় পুলিশসহ ৬ জন। এছাড়াও স্বাস্থ্যকর্মীসহ ১০ জনের শারিরীক অবস্থা ভাল থাকায় নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
গত দুইদিনে জেলার কমলগঞ্জে যাটউর্ধ্বো এক চ শ্রমিক ও ২৫ বছর বয়সি এক যুবক করোনার উপসর্গ নিয়ে মারা যান। তাদের নমুনা সংগ্রহ করে রিপোর্টের জন্য পাঠানো হয়েছে।
সিভিল সার্জন ডা. তউহিদ আহমদ জানান, এপর্যন্ত জেলায় ১৬ শত ৭৭ জন রয়েছেন হোম কোয়ারেন্টিনে, হোমকোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন ১৩ শত ২৩ জন। রিপোর্টের জন্য পাঠানো হয়েছিল ৫০৬ টি, এসেছে ২১৫ টি। ১১ জনের মধ্যে গত ৪ এপ্রিল একজন মারা গেলে তার শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।
এম এ হামিদ