আজ মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৯:৫২

করোনা উপসর্গ নিয়ে দেশে প্রথম সাংবাদিকের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২০, ১২:০৮ অপরাহ্ণ
করোনা উপসর্গ নিয়ে দেশে প্রথম সাংবাদিকের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক:: প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দেশে এই প্রথম একজন সাংবাদিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক হ‌ুমায়ূন কবির খোকন মৃত্যুবরণ করেন।

তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

হ‌ুমায়ূন কবীর খোকন দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ছিলেন।

রিজেন্ট হাসপাতালের কন্ট্রোল রুম ইনচার্জ ও পিআরও তারিক বলেন, হুমায়ূন কবির খোকনের করোনা উপসর্গ ছিল বলে তার স্ত্রী আমাদের জানিয়েছেন। কয়েকটা হাসপাতাল ঘুরে ইফতারের পর আমাদের হাসপাতালে তাকে আনা হয়েছে। এরপর আমরা তাকে আইসিইউতে চিকিৎসা দিচ্ছিলাম। রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা গেছেন।

তিনি বলেন, আমরা করোনা টেস্টের জন্য তার নমুনা সংগ্রহ করেছি। এটা পরীক্ষার পরই জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না। এ ছাড়া, যেহেতু শ্বাসকষ্টসহ নানা উপসর্গ ছিল তাই আইইডিসিআরের নিয়ম অনুযায়ী আমরা তার লাশ প্যাক করাসহ সব নিয়মই ফলো করব।

 

আরও পড়ুন:  সিলেট ও সুনামগঞ্জে কাটা রাস্তায় ব্রিজ-কালভার্ট নির্মাণের নিদের্শ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১