সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট বিভাগের বিজ্ঞ আলেম, মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী ক্বওমি মাদরাসা ‘জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর’র শায়খুল হাদিস আল্লামা আব্দুল মুমিত (ঢেউপাশি হুজুর) ইন্তেকাল করেছেন (ইন্না ল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
এদিকে বুধবার ভোর ৬টায় নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশাসনের অনুরোধে সাড়ে ৪টায় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজে জানাযায় ইমামতি করেন মরহুমের বড়ছেলে হাফিজ খালেদ।
আল্লামা আব্দুল মুমিতের বাড়ি মৌলভীবাজারের ঢেউপাশা গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ শত শত ছাত্র এবং গুণগ্রাহী রেখে গেছেন।
আল্লামা আব্দুল মুমিত দীর্ঘদিন সিলেটর জামিয়া মাদানিয়া কাজিরবাজার মাদরাসা, দারুস সালাম মাদরাসা ও মৌলভীবাজারের জামিয়া দ্বীনিয়া মাদরাসায় হাদিস পড়িয়েছেন।