আজ রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ২:২৪

সিলেটে ভর্তির আড়াই ঘন্টার মাথায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২০, ১০:৩৫ অপরাহ্ণ
সিলেটে ভর্তির আড়াই ঘন্টার মাথায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

ড. শহীদ সামসুদ্দীন হাসপাতাল। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ড. শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তির আড়াই ঘন্টার মাথায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৩৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়।

শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, করোনার উপসর্গ নিয়ে সিলেট শহরের এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন বিকেল ৪টায়। হাসপাতালে ভর্তির আড়াই ঘণ্টার মধ্যে মারা যান এই ব্যক্তি।
জানা গেছে, মারা যাওয়া ব্যক্তির শরীরে জ্বর ও শ্বাস-প্রশ্বাস জনীত সমস্যা ছিল। এছাড়া তিনি ডায়াবেটিস রোগেও ভুগছিলেন।
এই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না।

 

আরও পড়ুন:  অসহায় পঙ্গু পাথর শ্রমিকদের পাশে দাঁড়ালেন গোয়াইনঘাটের চেয়ারম্যান ফারুক

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭