সিলেটের বার্তা প্রতিবেদক:: মহামারী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ নিম্নআয়ের মানুষ।
এর মাঝে কৃষকদের সামনে উভয় সঙ্কট। একদিকে সংসার পরিচালনা আর অপরদিকে মাঠের ফসল ঘরে তুলতে শ্রমিক সঙ্কট।
ঠিম এমনই মুহুর্তে কাচি হাতে মাঠে নামলেন মাদরাসার একঝাঁক ছাত্র শিক্ষক।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে হতদরিদ্র এক এতিম বর্গাচাষির ধান কেটে দিলেন মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও স্বেচ্ছাসেবকরা। তিনি উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের নবী হোসেন।
মঙ্গলবার স্থানীয় দেখার হাওরের ‘কচুয়া বাধ’ এলাকায় তার ৩৮ শতাংশ পাকা বোরো ধান কেটে দিলেন দারুল হেরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও এলাকার স্বেচ্ছাসেবক কর্মীরা।