নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীতে র্যাব-৯’র ভ্রাম্যমান আদালত কর্তৃক অভিযান পরিচালনা করে ৫ ব্যবসা প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার নগরীর কোতোয়ালী থানা এলাকায় র্যাব-৯ এর অপারেশন কমান্ডার সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা হোসেনের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।
এসময় ৫টি প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে মোট ১৪ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-৯ এর সংবাদমাধ্যম কর্মকর্তা ওবাইন জানান সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪ (২) ধারা অমান্য করায় এ জরিমানা করা হয়েছে।