আজ সোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ৪:০৪

এতিম শিশুর মুখে হাসি ফুটালো মোগলাবাজার থানা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২০, ০৭:২৪ অপরাহ্ণ
এতিম শিশুর মুখে হাসি ফুটালো মোগলাবাজার থানা

নিজস্ব প্রতিবেদক:: শিশু পাবেল। জগত সংসারে মা-বাবা নেই। ছোট দু’টি ভাইবোনকে নিয়ে দাদি নেওয়ারুন বেগমের সাথে থানা এলাকার ছত্তিঘরে বসবাস তাঁর।

এতিম শিশু পাবেল অসহায়ত্ব আর ভয়কে জয় করে পুলিশকে বন্ধু ভেবে সোজা থানায় চলে আসে। হেল্প ডেস্কে এসে তাঁর ক্ষদার্থের কথা জানায়।

আজ মঙ্গলবার আজ মঙ্গলবার হেল্প ডেস্কের আওতায় থানা এলাকার অসহায়, দরিদ্রদের মাঝে এসএমি পুলিশ কমিশনার, গোলাম কিবরিয়া, বিপিএম’র প্রেরনায় এবং মোগলাবাজার থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে ও অফিসার ইনচার্জ আখতার হোসেন শিশু পাবেলের হাতে খাদ্য উহার প্রদান করেন।

থানা থেকে উপহার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে শিশু পাবেল বাড়ি চলে যায়।

আরও পড়ুন:  উন্নয়ন কাজে অসহযোগিতার প্রতিবাদে লাকড়ীপাড়ায় মানববন্ধন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০