নিজস্ব প্রতিবেদক:: শিশু পাবেল। জগত সংসারে মা-বাবা নেই। ছোট দু’টি ভাইবোনকে নিয়ে দাদি নেওয়ারুন বেগমের সাথে থানা এলাকার ছত্তিঘরে বসবাস তাঁর।
এতিম শিশু পাবেল অসহায়ত্ব আর ভয়কে জয় করে পুলিশকে বন্ধু ভেবে সোজা থানায় চলে আসে। হেল্প ডেস্কে এসে তাঁর ক্ষদার্থের কথা জানায়।
আজ মঙ্গলবার আজ মঙ্গলবার হেল্প ডেস্কের আওতায় থানা এলাকার অসহায়, দরিদ্রদের মাঝে এসএমি পুলিশ কমিশনার, গোলাম কিবরিয়া, বিপিএম’র প্রেরনায় এবং মোগলাবাজার থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে ও অফিসার ইনচার্জ আখতার হোসেন শিশু পাবেলের হাতে খাদ্য উহার প্রদান করেন।
থানা থেকে উপহার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে শিশু পাবেল বাড়ি চলে যায়।