সিলেটের বার্তা ডেস্ক:: দরিদ্র ৬টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে মোগলাবাজার থানা পুলিশ।
আজ মঙ্গলবার হেল্প ডেস্কের আওতায় থানা এলাকার অসহায়, দরিদ্রদের মাঝে এসএমি পুলিশ কমিশনার, গোলাম কিবরিয়া, বিপিএম’র প্রেরনায় এবং মোগলাবাজার থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে ও অফিসার ইনচার্জ আখতার হোসেন এর উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এব্যাপারে মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন জানান, নারী, শিশু, অসহায় বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কের এই সহায়তা কার্যক্র, বর্তমান পরিস্থিতিতে সীমিত আকারে চলমান থাকবে।