আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৬:০৫

মৌলভীবাজারে ৯ বস্তা চালসহ দুই চাল চোরকে ধরল পুলিশ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২০, ০৪:০৫ অপরাহ্ণ
মৌলভীবাজারে ৯ বস্তা চালসহ দুই চাল চোরকে ধরল পুলিশ

সিলেটের বার্তা ডেস্ক:: মৌলভীবাজারে ৯ বস্তা সরকারি চালসহ দুই চাল চোরকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, আব্দুল হেকিম নোবেল(৩৮) ৯ বস্তা চাল পেকুর বাজারের ব্যবসায়ী সুহেল আহমেদ(৩১)।

আজ মঙ্গলবার দুপুরে জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ১০ টাকা মূল্যের চালের ডিলার ডুলিপাড়ার আব্দুর রকিবের সহযোগিতায় তার সহযোগী আব্দুল হেকিম নোবেল(৩৮) ৯ বস্তা চাল পেকুর বাজারের ব্যবসায়ী সুহেল আহমেদ(৩১) ও শামীম মিয়ার কাছে বিক্রি করে।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সুহেল আহমদের দোকান থেকে ২ বস্তা ও শামীম মিয়ার বাড়ি থেকে ৭ বস্তা ৩০ কেজি ওজনের সরকারী চাল উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং নোবেল ও সুহেল নামে ২ জনকে আটক করে। শামিমকে আটক করার অভিযান অব্যাহত রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেনে কুলাউড়া থানার এসআই মাসুদ আলম ভূঁইয়া। তিনি আরও বলেন এবিষয়ে আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আরও পড়ুন:  আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়: জুড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১