গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা:: অসহায় পঙ্গু পাথর শ্রমিকদের পাশে দাঁড়ালেন সিলেটের গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ।
করোনা ভাইরাস সৃষ্ট দূর্যোগের ফলে ঘরবন্দী অসহায় পাথর শ্রমিকদের সহায়তায় নিজস্ব তহবিল থেকে গোয়াইনঘাটের জাফলংয়ের শতাধিক অসচ্ছল, পঙ্গু পাথর শ্রমিকদের বাড়িতে বাড়িতে গিয়ে মানবিক খাদ্য সহায়তা দিয়ে তাদের পাশে দাড়িয়েছেন তিনি।
উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের পাথর শ্রমিক এবং অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ীরা লক ডাউনের কারণে দীর্ঘদিন থেকেই কর্মহীন হয়ে পড়েছেন। এসব কর্মহীন পরিবারের মধ্যে সরকারি সাহায্যের পাশাপাশি নিজের সাধ্যানুযায়ী ব্যক্তিগত তহবিল হতে মঙ্গলবার মামার দোকান,মোহাম্মাদ পুর এবং মুসলিম নগর এলাকায় কর্মহীন শ্রমজীবি শতাধিক পরিবারের মধ্যে মানবিক সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
মানবিক খাদ্য বিতরণকালে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মামার দোকান এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আলম বখ্ত, পূর্ব জাফলং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রিপন আহমদ,৩ নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম,যুব লীগ সভাপতি জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক মুখলেছ উদ্দিন প্রমুখ।