আজ সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, সকাল ৮:৩৬

করোনা: সরকারি সহায়তা পেয়েছে চার কোটি মানুষ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২০, ০২:২১ পূর্বাহ্ণ
করোনা: সরকারি সহায়তা পেয়েছে চার কোটি মানুষ

সিলেটের বার্তা ডেস্ক:: মহামারী করোনাভাইরাসের ফলে সৃষ্ট দুর্যোগে সরকারি সহায়তা পেয়েছেন দেশের প্রায় চার কোটি মানুষ। এছাড়াও শিশুদের জন্যও পৃথকভাবেও ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে।

সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে তথ্য অধিদপ্তর থেকে দেওয়া এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, করোনা কারণে ছুটি ঘোষণার পর এ পর্যন্ত সরকারের পক্ষ থেমে এক লাখ ৪ হাজার ৪৩৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৮০ হাজার ৭৮০ মেট্রিক টন। দেশের ৬৪ জেলায় এ পর্যন্ত নগদ বরাদ্দ করা হয়েছে ৪৩ কোটি আটি লক্ষ ৮৯ হাজার ১৬৪ টাকা, এর মধ্যে এবং বিতরণ করা হয়েছে ৩৬ কোটি ১১ লক্ষ ৬১ হাজার ৭৪৫ টাকা।

এছাড়া আলাদাভাবে শিশু খাদ্য সহায়তা হিসেবে বরাদ্দ ১০ কোটি ৬৫ লক্ষ পাঁচ হাজার টাকার মধ্যে ব্যয় হয়েছে ছয় কোটি ৫৯ লক্ষ ৩১ হাজার ৪৪৪ টাকা।

এদিকে পরিত্র রমজন উপলক্ষে দেশবাপী ৪৯৮টি ট্রাকে করে সাশ্রয়ী দামে এক হাজার ৬০০ মেট্রিক টন নিত্য প্রয়োজনীয় পণ্য টিসিবি’র মাধ্যমে বিক্রয় করা হয়েছে। এর মধ্যে রয়েছে, সয়াবিন তেল, মশুর ডাল, চিনি, ছোলা, পেয়াঁজ ইত্যাদি।

আরও পড়ুন:  নিরপেক্ষ নির্বাচন দিয়ে গণতন্ত্রকে সতেজ করতে হবে: সিলেটে বাবলু

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০