আজ শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ২:১২

হারামজাদা-হারামখোর

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২০, ০৭:৩৮ অপরাহ্ণ
হারামজাদা-হারামখোর

প্রতীকী ছবি

মো. নূরুল হক

হারামজাদা-হারামখোরে সুযোগ বুঝে
কাজ করে,
সিন্ডিকেটের মাধ্যমে সে নিত্য-পণ্যের
স্টক করে ।

রোজা এলে-ই অতি লোভে নিত্য-পণ্যের দাম বাড়ায়
যে চোরা ‘য়
লোকে বলে -কোন কালে চোর ছিল তাঁর
বাপ-দাদা ‘য়।

চোর শুধু নয় হারামজাদা, হারামখোরও
লোকে কয়,
তাঁর পরাণে রহম নেই, নেই
পরকালের ভয়!

আমজনতা প্রশ্ন করে জন্ম তাঁহার
ঠিক কি, না?
রমজানেতে এক এ সত্তর পাপ-পূণ্য
সে জানেনা?

সিন্ডিকেটে-দাম বাড়িয়ে-কষ্টদাতা
মানুষ নয়,
হিংস্র পশু ‘র চেয়েও অধম,
নরকের কীট হয়।

আমজনতায় কষ্ট দিয়ে বেচা-কেনা ‘র
গুল্লি মার্!
হারামজাদা-হারামখোর তুই জলদি ক’রে
এ দেশ ছাড়্।

কবি: মো. নুরুল হক, অবসরপ্রাপ্ত সহকারি পোস্ট মাস্টার জেনারেল বাংলাদেশ ডাক বিভাগ

আরও পড়ুন:  অতিরিক্ত কোন কিছুই ভালনা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১