আজ শনিবার, ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি, রাত ৯:০০

সিলেটে ১৮২ জনের মুক্তি, কোয়ারেন্টিনে ১৪০

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২০, ১২:২২ অপরাহ্ণ
সিলেটে ১৮২ জনের মুক্তি, কোয়ারেন্টিনে ১৪০

নিজস্ব প্রতিবেদক:: সিলেটে ১৮২ জনের মুক্তি মিলেছে হোম কোয়ারেন্টিন থেকে। তবে নতুন করে যুক্ত হয়েছেন ১৪০ জন।

রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় ১০ মার্চ থেকে কোয়ারেন্টিনের হিসাব রাখা শুরু করে। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সিলেটে ৬ জন, সুনামগঞ্জে ৬৪ জন, হবিগঞ্জে ৫৯ জন ও মৌলভীবাজারের ১১ জন।

গত ২৪ ঘন্টায় আরও ১৮২ জনকে কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়। এর মধ্যে সিলেটের ৯ জন, সুনামগঞ্জের ৬৪ জন ও মৌলভীবাজারের ১৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সিলেট বিভাগে বর্তমানে মোট হোম কোয়ারেন্টিনে রয়েছেন ২৮৬৬ জন। এর মধ্যে সিলেটে ১৯৭ জন, সুনামগঞ্জে ১২৩৮ জন, হবিগঞ্জে ৮৭৮ জন ও মৌলভীবাজারে ৫৫৩ জন।

সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ৬ হাজার ৫৯৬ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৬৯৯ জন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০