
নিজস্ব প্রতিবেদক:: দূরারোগ ক্যান্সারে আক্রান্ত একজন আলেম। মাদরাসার শিক্ষক। কুরআনের খাদেম মাওলানা এখলাছুর রহমান (শ্রীপুরী হুজুর)। কে বাঁচাতে এগিয়ে আসুন। বাড়িয়ে দিন মানবতার হাত। সম্প্রসারিত করুন ভালবাসার হস্তদ্বয়।
মাওলানা এখলাছুর রহমান। সিলেটের কানাইঘাট উপজেলার দারুল কুরআন শিবনগর মাদ্রাসার শিক্ষক।
দীর্ঘদিন থেকে অসুস্থ। পেঠে টিউমার হওয়ায় অপারেশন হয়েছিল। এরপর আর সুস্থহয়ে উঠেন নি।
বর্তমানে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত।
ব্যায়বহুল চিকিৎসায় জমিজমা সব বিক্রি করে ফেলেছেন। এখন প্রায় অসহায়! চিকিৎসার ব্যায়ভার বহনে অক্ষম হয়েগেছেন। তাই মানব সেবায় তার পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য মনে হচ্ছে।
বিশ্বের এই করুণ পরিস্থিতিতে সবাই গৃহবন্দী। আয়ের উৎস নেই। বিত্তবানরা অবশ্যই গরীবদের পাশে দাঁড়িয়েছেন।
তারপরও বলছি “মানুষ মানুষের জন্য”। একটি তরুতাজা প্রাণ বিলিন হওয়ার আগে পাশে দাঁড়ান। তিনিই হচ্ছেন পরিবারের একমাত্র আয়ের উৎস। তিন মেয়ের জনক। তার চলে যাওয়া মানে একটি পরিবার ধ্বংস হওয়া।
তাই মানবসেবায় আপনাদেরকে এগিয়ে আসার আহবান করছি। এই মহামারিতে আপনার দান-খায়রাত আপনার বিপদকে দূর করবে। তাই আপনারা সাধ্যানুযায়ী সহযোগিতা করুন। আল্লাহ আপনার মসিবত দূর করবেন, আমিন। সকলে অল্প অল্প করে দিলে তাদের জন্য অনেক হয়ে যাবে। আর চিকিৎসা চালিয়ে নেয়াও সম্ভব হবে।
আর সকলে উনার সুস্থতার জন্য দোয়া করি। আল্লাহ তাকে সুস্থতা দান করুন, আমিন।
সবাইকে অন্তত এই পোস্ট শেয়ার করে হলেও অসহায় এই আলেমের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি।
ফোন এবং বিকাশ নাম্বার –
+8801757830695 (মাওলানার এখলাছুর রহমান)
ব্যাংক একাউন্ট
নাম. মরিয়ম বেগম (বোন)
হিসাব নং- ৬০৩২
ইসলামী ব্যাংক কানাইঘাট শাখা।