আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, রাত ৪:৩৬

করোনার উপস্বর্গ কেড়ে নিল নিয়ে গোলাপগঞ্জের বৃদ্ধের প্রাণ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২০, ০৫:৪২ অপরাহ্ণ
করোনার উপস্বর্গ কেড়ে নিল নিয়ে গোলাপগঞ্জের বৃদ্ধের প্রাণ

অনুবীক্ষণ যন্ত্রে করোনা ভাইরাস।

সিলেটের বার্তা ডেস্ক:: মরণব্যধি করোনা ভাইরাসের উপস্বর্গ কেড়ে নিয়েছে সিলেটের গোলাপগঞ্জের এক বৃদ্ধের প্রাণ।

মারা যাওয়া বৃ্দ্ধের নাম আজির উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের উত্তর রায়গড় গ্রামে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি রায়গড় গ্রামের মৃত ইসরাব আলীর ছেলে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিস্বর চৌধুরী জানান, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আজির উদ্দিনের মৃত্যু হয়েছে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত করতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান জানান, আজির উদ্দিনের নমুনা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং তার বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  ফের লকডাউন বাড়াল ভারত

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১