আজ বুধবার (১৫এপ্রিল) দুপুরে এক শোক বার্তায় সিলেট রেড ক্রিসেন্ট এর সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান ও সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল ও সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেন।
তারা শোকবার্তায় বলেন, অধ্যাপক ডা. মইন উদ্দিন ছিলেন সিলেটে করোনা যুদ্ধে প্রথম সারির যোদ্ধা। নিজের জীবনের মায়া ত্যাগ করে চিকিৎসাসেবায় ব্রত ছিলেন। ছিলেন। তাঁর মৃত্যুতে সিলেট একজন জনসেবককে হারাল।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. মইন উদ্দিন ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ এপ্রিল) সকালে মৃত্যু বরন করেন।