নিজস্ব প্রতিবেদক:: অবশেষে মারণব্যাধি করোনাভাইরাস কেড়ে নিয়েছে সিলেটের ডা. মঈন উদ্দিনের প্রাণ।
ডা. মঈন উদ্দিন যাওয়া সিলেট এম এ জি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক।
আজ বুধবার ভোরে তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উল্লেখ্য, ঐ চিকিৎসকের করোনা উপসর্গ ধরা পড়ে প্রায় ১৩ দিন আগে। এরপর তিনি নিজেই উদ্যোগী হয়ে সিলেটে নমুনা টেস্ট প্রদান করেন। ৫ এপ্রিল রিপোর্ট আসে পজেটিভ। অর্থাৎ তিনি করোনা আক্রান্ত। এরপর আক্রান্তের ৩য় দিন ৭ এপ্রিল তিনি নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। সেখান থেকে পরিবারের ইচ্ছায় চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করেন।
স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ডা. আয়েশা আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।