আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ৩:১২

চুলকানিও করোনার লক্ষণ: ফ্রান্স গবেষক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২০, ০৪:৫৮ পূর্বাহ্ণ
চুলকানিও করোনার লক্ষণ: ফ্রান্স গবেষক

সিলেটের বার্তা ডেস্ক:: প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে গবেষণা করেছেন ফ্রান্সের চর্ম বিশেষজ্ঞ একটি টিম।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর কয়েকটি নতুন লক্ষণ শনাক্ত করেছেন ফ্রান্সের চর্ম বিশেষজ্ঞরা। এর মধ্যে রয়েছে চামড়ার উপরিভাগে অবস অনুভূতি, চুলকানি ও ব্যথাসহ চামড়া লাল হয়ে যাওয়া। গত সপ্তাহে ফ্রেঞ্চ ন্যাশনাল ইউনিয়ন ডারমাটোলজিস্ট-ভেনেরিওলজিস্টস (এসএনডিভি) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি করোনায় আক্রান্ত বিপুল সংখ্যক ব্যক্তির কাছ থেকে এ ধরনের সমস্যার কথা জানতে পেরেছেন। করোনার সাধারণ লক্ষণ শ্বাসকষ্টজনিত সমস্যা এই রোগীদের অনেকেরই ছিল না।

হোয়াটস অ্যাপে চার শতাধিক চর্ম বিশেষজ্ঞের একটি গ্রুপে এসএনডিভি এই লক্ষণগুলো নিয়ে আলোচনা করেছে।

গত সপ্তাহে ফ্রান্সের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক জেরম স্যালমনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। করোনাভাইরাস সম্পর্কে সবকিছু এখনও জানা যায়নি। তবে চর্মবিশেষজ্ঞদের এই মতামত নিয়ে আমি কোনো লেখা এখনও দেখিনি।’

এর আগে গত মাসে ব্রিট্রিশ রিনোলোজিকাল সোসাইট এবং দ্য আমেরিকান অ্যাকাডেমি অব অটোলেরাইঙ্গোলোজি জানিয়েছিল, তারা জানতে পেরেছেন করোনা আক্রান্ত রোগীর মধ্যে স্বাদ-গন্ধ হারিয়ে ফেলার লক্ষণ পাওয়া গেছে।

আরও পড়ুন:  সিলেটে পুলিশের মহড়া, সতর্ক থাকার আহবান

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১