সিলেটের বার্তা প্রতিবেদক:: কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর? মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর। হ্যাঁ উক্তিটি যথার্থই।
থানা। পুলিশ। আগে মানুষ দুরে থাকতো। কিন্তু বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্ঠার ফলে আমজনতা আর পুলিশের মাঝে সৃষ্টি হয়েছে সৌহার্দ্যের সম্পর্ক।
মামলা নিয়ে নয়, ব্যক্তিগত পারিবারিক সমস্যা শেয়ার করেন আজকাল সমাজের মানুষ। আর কারা যাদের দিকে তাকাবার ফুরসত নেই অনেকের।
সমাজের অসহায়, গরীব, ছিন্নমূল মানুষজন তারা। করোনায় যখন জীবনযাত্রা থমকে দাঁড়িয়েছে। আয়ের উৎস বন্ধ হয়ে আছে।
এসবের জন্য আজ থানায় গিয়ে মানুষ বলছে। সার্ভিস ডেস্কে থাকা নারী পুলিশ সদস্যরা অমায়িক আচরণে তাকে বরণ করে নিচ্ছেন। হাসিমাখা মুখে শুনছেন দু:খভরা কথা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানা যেনো অসহায়দের শান্তির নীড়।
মোগলাবাজার থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে এবং অফিসার ইনচার্জ, আখতার হোসেন এর উদ্দ্যোগে চলমান করোনা পরিস্থিতে নারী, শিশু, প্রতিবন্ধী, বয়স্ক ও অসহায়, দুস্থ লোকদের মধ্যে সীমিত পরিসরে খাদ্য সহায়তা করা হচ্ছে।
আজ বাংলা নববর্ষের দিন। একজন বয়স্ক অসহায় (৬৫), শিশু, অসহায়, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক অফিসার এসআই(নিঃ)/সখিনা আক্তার এর নিকট নিরবে নিজের অসহায়ত্ব প্রকাশ করে খাদ্য সহায়তার অনুরোধ করেন।
এসআই(নিঃ)/সখিনা আক্তার সাথে সাথে অফিসার ইনচার্জ আখতার হোসেনকে অবহিত করলে উক্ত নারীকে থানার নারী, শিশু, অসহায়, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক কক্ষে এনে সম্মানের সাথে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র তাকে প্রদান করা হয়।