সিলেটের বার্তা ডেস্ক:: মরণব্যাধি করোনাভাইরাস এর সংক্রমণ বিস্তার রোধে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায় ছিটানো হয়েছে জীবানুনাশক স্প্রে।
মঙ্গলবার সদ্য কারামুক্ত হয়ে হোম কোয়ারেন্টিনে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় জীবানুনাশক স্প্রে করা হয়েছে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে জিয়াউর রহমান সংগঠনটির পক্ষ থেকে এ স্প্রে করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেডআরএফের সদস্য কৃষিবিদ সানোয়ার আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. তরিকুল ইসলাম।