আজ শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি, বিকাল ৪:৩৯

করোনা কেড়ে নিল ৭জনের প্রাণ, আক্রান্ত ছাড়াল হাজার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২০, ০৩:৪৯ অপরাহ্ণ
করোনা কেড়ে নিল ৭জনের প্রাণ, আক্রান্ত ছাড়াল হাজার

সিলেটের বার্তা ডেস্ক:: মহামারী করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় দেশে আরও ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ পর্যন্ত মরণব্যাধি এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে।

এছাড়া নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২০৯ জন। সব মিলিয়ে দেশে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১০১২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হননি একজনও।

মঙ্গলবার (১৪ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইনে ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে আইইডিসিআর।
বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ধাপে ধাপে বাড়তে থাকে শনাক্ত রোগী। গেল ৯ এপ্রিল ২৪ ঘণ্টায় দেশে শতাধিক করোনা সংক্রমিত রোগী শনাক্তের কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এরপর থেকে শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও বাড়ে মৃত্যুর সংখ্যা।

 

আরও পড়ুন:  নগরীতে নির্মাণাধীণ ভবনে বিদ্যুৎস্পৃষ্টে নিহত দুই শ্রমিক

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০