সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

রাতের ভূমিকম্প ছিল ৩.৬ মাত্রার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২০, ১২:৪৩ অপরাহ্ণ
রাতের ভূমিকম্প ছিল ৩.৬ মাত্রার

গত রাতের ঘুমে আচ্ছন্ন সিলেটবাসীকে কাঁপিয়ে তুলে ৩.৬ মাত্রার ভূমিকম্প। সিলেটের জাফলং ছিল তার উৎপত্তিস্থল।

সিলেটে সোমবার দিবাগত রাত (১৪ এপ্রিল) ৩টা ৪৩ মিনিটে অনুভূত হওয়া ভূ-কম্পনের উৎপত্তিস্থল ছিলো সিলেটেরই জাফলংয়ে। তবে ভূমিকম্পটি বড় ধরনের ছিলো না। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৩.৬। তথ্যটি সিলেটভিউ২৪-কে নিশ্চিত করেছেন সিলেট আবহওয়া অফিসের কর্মকর্তা ওমর তালকুদার।

তিনি বলেন, সিলেটের জাফলং থেকে উৎপত্তি হওয়া ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিলো ৩.৬। এটি ছোট আকারের ভূমিকম্প। এর স্থায়িত্ব ছিলো মাত্র ১ সেকেন্ড। এতে কোথাও কেনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, সিলেটে মধ্যরাতের ভূমিকম্পে ঘরবাড়ি কেঁপে উঠলে যারা জেগে ছিলেন তাদের মাঝে আতঙ্ক দেখা দেয় এবং লোকজন দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

অন্যদিকে, যারা ঘুমে ছিলেন তারা টেরই পাননি এই ভূ-কম্পনের। তারা সকালে অনলাইন সংবাদমাধ্যম আর ফেসবুক থেকে খবরটি জানতে পারেন।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১