আজ বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১১:১১

হবিগঞ্জে সরকারি চালে অনিয়ম, আ.লীগ নেতার কারাদন্ড

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২০, ০৯:১৫ অপরাহ্ণ
হবিগঞ্জে সরকারি চালে অনিয়ম, আ.লীগ নেতার কারাদন্ড

দন্ডপ্রাপ্ত নজরুল ইসলাম। ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক:: হবিগঞ্জে ১০টাকা কেজি দরে বিক্রি করা চাল বিতরণে অনিয়মের অভিযোগে নজরুল ইসলাম নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে ১ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার বিকেলে বানিয়াচং উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মতিউর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সরকারি চালের ডিলার।

কাগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এরশাদ আলী জানান, ১০ টাকা কেজি ধরে প্রত্যেককে ৩০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও ডিলার নজরুল ইসলাম মাপে কম দেন। ৩০ কেজির বদলে তিনি প্রত্যেককে ২২/২৩ কেজি করে প্রদান করেন। চাল গ্রহিতারা বিষয়টি বুঝতে পেরে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোবাইল ফোনে অভিযোগ দেন।

তিনি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মতিউর রহমানকে ঘটনাস্থলে পাঠালে অভিযোগের সত্যতা পাওয়ায় এবং নজরুল ইসলাম অনিয়মের বিষয়টি স্বীকার করায় তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

হবিগঞ্জে সরকারি চালে অনিয়ম, আ.লীগ নেতার কারাদন্ড

হবিগঞ্জে ১০টাকা কেজি দরে বিক্রি করা চাল বিতরণে অনিয়মের অভিযোগে নজরুল ইসলাম নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে ১ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার বিকেলে বানিয়াচং উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মতিউর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সরকারি চালের ডিলার।

কাগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এরশাদ আলী জানান, ১০ টাকা কেজি ধরে প্রত্যেককে ৩০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও ডিলার নজরুল ইসলাম মাপে কম দেন। ৩০ কেজির বদলে তিনি প্রত্যেককে ২২/২৩ কেজি করে প্রদান করেন। চাল গ্রহিতারা বিষয়টি বুঝতে পেরে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোবাইল ফোনে অভিযোগ দেন।

তিনি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মতিউর রহমানকে ঘটনাস্থলে পাঠালে অভিযোগের সত্যতা পাওয়ায় এবং নজরুল ইসলাম অনিয়মের বিষয়টি স্বীকার করায় তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন:  হবিগঞ্জের সড়কে প্রাণ গেল দু'জনের

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১