আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ১:৫২

ঘরে থাকবেন, না কবরে: সিদ্ধান্ত আপনার: বেনজির

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২০, ০৮:৪৮ অপরাহ্ণ
ঘরে থাকবেন, না কবরে: সিদ্ধান্ত আপনার: বেনজির

পুলিশের আইজিপি বেনজির আহমেদ। ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট বিশ্লেষন করে জনগনের উদ্দেশে র‌্যাবের বিদায়ী মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন ঘরে থাকবেন, না কবরে: সিদ্ধান্ত আপনার।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব নেবার আগে অনলাইন ব্রিফিং এ তিনি আরো বলেন, বর্তমানে যেহেতু ওষুধের দোকানগুলো খোলা আছে, তাই তাদের যথাযথ সুরক্ষা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

‘ঘরে থাকবেন, না-কি কবরে থাকবেন’ এই সিদ্ধান্তটা আপনার।’

ত্রাণ চুরির আর একটি ঘটনা ঘটলে আইন শৃঙ্খলাবাহিনী কঠোর পদক্ষেপ নেবে বলে ঘোষণা দিয়েছেন র‌্যাবের বিদায়ী মহাপরিচালক বেনজীর আহমেদ।

বেনজীর আহমেদ বলেন, সবাই ঘরে থাকবেন আর কেউ কেউ বাইরে থাকবেন এটা হতে দেয়া হবে না। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের হুমকি ধনী-গরিব সবার জন্য সমান। তাই সর্ব সাধারণের জন্য অনুরোধ থাকবে, এই সংকটের মধ্যে নিজের কথা ভাবুন, দেশের কথা ভাবুন, পরিবারের কথা ভাবুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন। এই দায়িত্ব কেবল একার নয়, সবার।’

আরও পড়ুন:  সাবেক স্ত্রীর সঙ্গে কথা বলা নিয়ে সংঘর্ষ: পুলিশসহ আহত ১৫, আটক ১৮

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১