সিলেটের বার্তা ডেস্ক:: সামাজিক দূরত্ব বজায় না রেখে অধিক জনসমাগম হওয়ায় কারণে স্থগিত করা হয়েছে ১০ টাকার চাল বিক্রি।
সোমবার (১৩ এপ্রিল) থেকে এই কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন খাদ্য অধিদপ্তরের পরিচালক সারওয়ার মাহমুদ। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “সরকারের উপর মহলের নির্দেশে জনসমাগম এড়াতে আমরা ১০ টাকা কেজিতে চাল বিক্রির কার্যক্রম স্থগিত করেছি।”
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১০ টাকা কেজিতে চাল বিক্রির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
“বিকল্প কোনো পদ্ধতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে এই কার্যক্রম চালু করার চিন্তা-ভাবনা চলছে,” যোগ করেন তিনি।
অত্যধিক জনসামগমের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কার্যক্রম পরিচালনায় দুর্নীতির অভিযোগ ওঠাও এই কার্যক্রম বন্ধের অন্যতম একটি কারণ- বলেন খাদ্য অধিদপ্তরের পরিচালক সারওয়ার মাহমুদ।