সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

করোনায় ৫ জনের মৃত্যু, দেশে নতুন আক্রান্ত ১৮২

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২০, ০৫:০২ অপরাহ্ণ
করোনায় ৫ জনের মৃত্যু, দেশে নতুন আক্রান্ত ১৮২

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবিঃসংগৃহীত


সিলেটের বার্তা ডেস্ক:: দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস কেড়ে নিয়েছে আরও ৫ জনের প্রাণ।

মহামারি এই ভাইররাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা ৩৯ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮২ জনের শরীরে করোনাভাইরাসে উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ৮০৩ জনে দাঁড়িয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) মহাখালী থেকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে যোগ দিয়ে স্বাস্থ‌্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

এর আগে গতকাল রোববার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর একদিনে ১৩৯ জন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছিল। গতকাল পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ছিলো ৩৪।

আজ স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৮০৩। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও তিনজন। এ নিয়ে মোট ৪২ জন সুস্থ হয়েছেন।

বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৮৪ জনকে। মোট আইসোলেশনে আছেন ২৯৯। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ বেড়েছে ৩৮ শতাংশ।

প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে বিশ্বে ২১০টি দেশে ১ লাখ ১৪ হাজার ২৯০ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৫৪ হাজার ৪৩ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ২৭ হাজার ৮৭৯ জন।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১