আজ মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৭:৫৮

মৌলভীবাজার জেলাকে লক ডাউন ঘোষণা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২০, ১২:৩৮ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলাকে লক ডাউন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:: সিলেট, সুনামগঞ্জের পর এবার মৌলভীবাজার জেলাকে লক ডাউন ঘোষণা করা হয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পর্যটন ও প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি সভা শেষে মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। বিকেল ৫টা থেকে লকডাউন কার্যকর হবে।

লকডাউন ঘোষণার বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক (ডিসি) নাজিয়া শিরিন আই নিউজকে বলেন, এখন থেকে মৌলভীবাজার থেকে কেউ অন্য জেলায় যেতে পারবেন না। আবার অন্য জেলা থেকে কেউ প্রবেশ করতে পারবেন না। এক উপজেলা থেকে আরেক উপজেলায় যাতায়াত করা যাবে না।

ডিসি নাজিয়া শিরিন বলেন, করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত জেলা কমিটির সদস্যদের মতামতের আলোকে প্রাণঘাতী কোভিড–১৯–এর সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, আজ থেকে জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক–মহাসড়ক ও নৌপথে অন্য জেলা থেকে কেউ মৌলভীবাজার জেলায় প্রবেশ কিংবা জেলা থেকে অন্য জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা বলবত থাকবে।

ডিসি বলেন, সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ লকডাউনের আওতাভুক্ত থাকবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ সোমবার (১৩ এপ্রিল) থেকে কার্যকর হবে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ৪ এপ্রিল মৌলভীবাজারের রাজনগরের আকুয়া গ্রামে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ৪৫ বছর বয়সী এক পুরুষ মারা যান।

আরও পড়ুন:  বালাগঞ্জে দু'পক্ষের সংঘর্ষ, সালিশিসহ আহত ৪

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১