আজ শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি, বিকাল ৫:০২

সিলেটে সনাক্ত হলো সুনামগঞ্জের নারীর শরীরে করোনা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২০, ১২:২০ অপরাহ্ণ
সিলেটে সনাক্ত হলো সুনামগঞ্জের নারীর শরীরে করোনা

নিজস্ব প্রতিবেদক:: সিলেটে সনাক্ত করা হয়েছে সুনামঞ্জের এক নারীর শরীরে করোনার উপস্থিতি।

সংক্রমিত নারী সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

রবিবার ওসমানী মেডিকেল কলেজে তার শরীরের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি জানান, করোনা টেস্টে পজেটিভ আসা ঐ নারীর (২৫) সিলেটের একটি হাসপাতালে সিজার হয়। পরে তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে রবিবার ওসমানীর ল্যাবে তার করোনা পরীক্ষা করা হয়। আজ তার রিপোর্ট এসেছে তিনি করোনায় আক্রান্ত।

সোমবার সকালে তাকে ওসমানী মেডিকেল কলেজ থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন:  করোনায় ৩৩ পুরুষ ও ৫ নারীর মৃত্যু

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০