আজ রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ২:১৯

করোনা মোকাবেলায় ব্যর্থ, স্বাস্থ্য সংস্থার প্রধানের পদত্যাগ দাবিতে ১০ লাখের স্বাক্ষর

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২০, ১১:৫২ পূর্বাহ্ণ
করোনা মোকাবেলায় ব্যর্থ, স্বাস্থ্য সংস্থার প্রধানের পদত্যাগ দাবিতে ১০ লাখের স্বাক্ষর

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গেব্রিয়েসাস

আন্তজাতিক বার্তা:: প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় ব্যর্থ হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের পদত্যাগের দাবি জানিয়েছেন ১০ লাখ মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুসের পদত্যাগ দাবি করে অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছে প্রায় ১০ লাখ মানুষ।

করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘ব্যর্থ’- এমন দাবি করা হয়েছে পিটিশনটিতে। ফক্স নিউজ অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডব্লিউএইচওর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। জাতিসংঘের এ সংস্থাকে তিনি চীনপন্থি বলে আখ্যা দেন। ডব্লিউএইচওর তহবিলে যুক্তরাষ্ট্র যে অনুদান দেয় তাও বন্ধ করে দেওয়ার হুমকি দেন ট্রাম্প।

পাল্টা প্রতিক্রিয়ায় আধানম এক সংবাদ সম্মেলনে বলেন, সংকটময় এ মুহূর্তে রাজনীতিকে দূরে সরিয়ে রাখতে হবে।

২০১৭ সালের জুলাইয়ে ডব্লিউএইচওর দায়িত্ব নেন ইথিওপিয়ার রাজনীতিবিদ আধানম।

আরও পড়ুন:  সিলেটে বহিস্কার হলেন আ.লীগের ৪ বিদ্রোহী প্রার্থী

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭