আন্তর্জাতিক বার্তা:: মরণব্যাধি করোনাভাইরাসে সোমালিয়ায় ২য় প্রাণহানী ঘটেছে রবিবার।
এই ভাইরাসে আক্রান্ত হয়ে আফ্রিকার দেশ সোমালিয়ার আইনমন্ত্রীর মৃত্যু হয়েছে।
এর আগে দেশটিতে আফ্রিকার গেল বুধবার প্রথম মৃত্যু হয়।
রোববার হয়েছে দ্বিতীয় মৃত্যু। আর সেটি দেশটির হিরসাবেলে রাজ্যের আইনমন্ত্রী খালিফ মুনিম তোহাও।
গতকাল শনিবার তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানী মোগাদিসুর মার্টিনি হাসপাতালে ভর্তি হন। আর স্থানীয় সময় রোববার তিনি প্রাণ হারান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হিরসাবেলা রাজ্যের ভাইস-প্রেসিডেন্ট আলী গুদলাওয়ি হুসেন।
সোমালিয়ার সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মুনিম একজন সোমালি ব্রিটিশ। ফেব্রুয়ারি মাসে তিনি যুক্তরাজ্যে গিয়েছিলেন। সেখান থেকে আফ্রিকার শিং খ্যাত সোমালিয়ায় আসেন। তার মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে শনিবার পরীক্ষা করা হয় এবং তিনি পজিটিভ হন। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বাঁচানো যায়নি।
সোমালিয়ায় রোববার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২১ জন। তার মধ্যে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাও রয়েছেন।