আজ মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৮:১৪

জকিগঞ্জ সীমান্তে ইয়াবার চালান আটক, পুলিশকে নজরদারি বাড়ানোর তাগিদ এসপির

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২০, ০১:৩৫ পূর্বাহ্ণ
জকিগঞ্জ সীমান্তে ইয়াবার চালান আটক, পুলিশকে নজরদারি বাড়ানোর তাগিদ এসপির

নিজস্ব প্রতিবেদক:: প্রাণঘাতী করোনা ভাইরাস এর সংক্রমণ বিস্তার প্রতিরোধে সিলেটজুড়ে যখন পুলিশের কার্যক্রম প্রশংসা কুড়াচ্ছে ঠিক তখন ইয়াবার বড় একটি চালান ধরা পড়ল সিলেটের জকিগঞ্জে।

৮০০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. সাবিল আহমদ (৪৮)কে আটক করেছে পুলিশ।

করোনাভাইরাস পরিস্থিতিকে সুযোগ মনে করে মাদকের বিস্তার যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য পুলিশকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন সিলেট জেলা পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন।

রোববার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের তত্ত্বাবধানে ও ওসি মীর মো. আব্দুন নাসেনের নেতৃত্বে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার লাফনাকোনা গ্রামের মদিনানগর জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করে। আটক ব্যক্তি পূর্ব লাফনাকোনা গ্রামের ছকিন আলীর ছেলে। তার বিরুদ্ধে জকিগঞ্জ থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:  সিলেট শহীদ মিনার ফুলে ফুলে ভরা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১