আজ সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, সকাল ৭:৪০

মাধবপুরে চার ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১২, ২০২০, ০৫:৪৩ অপরাহ্ণ
মাধবপুরে চার ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

লিটন পাঠান, মাধবপুর:: হবিগঞ্জের মাধবপুরে লক ডাউন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে চার ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার দুপুরে কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার মাধবপুর পৌরসভা ২টি দোকান, ধর্মঘর ইউনিয়নের ধর্মঘর বাজার একটি, চৌমুহনী ইউনিয়ন তুলসীপুর বাজারে একটি দোকান আইন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমান করেন।

এদিকে প্রশাসনের নির্দেশ অমান্য করে কেউ যাতে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হন, এজন্য সকলকে সতর্ক করা হচ্ছে। উপজেলার বিভিন্ন বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা জুড়ে টহল দিচ্ছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। মাধবপুরে করোনার ঝুঁকি এড়াতে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ফার্মেসি ব্যতীত।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার জানান, প্রশাসনের নির্দেশনা অমান্য করে যারা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেশি ধরবে তাদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন:  টমটম চালক আয়াত হত্যাকাণ্ড, আটক ২

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০