আজ মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৮:৩৪

গোয়াইনঘাটে অসহায়দের খাদ্য সহায়তা দিলেন পরিবার পরিকল্পনা ও প্রাথমিক শিক্ষকরা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১২, ২০২০, ০২:৩৩ অপরাহ্ণ
গোয়াইনঘাটে অসহায়দের খাদ্য সহায়তা দিলেন পরিবার পরিকল্পনা ও প্রাথমিক শিক্ষকরা
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা:: সিলেটের  গোয়াইনঘাটে খাদ্য সহায়তা নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন উপজেলা পরিবার পরিকল্পনা ও প্রাথমিক শিক্ষকরা।
(কোভিট-১৯) করোনা ভাইরাস সংক্রমনকে কেন্দ্র করে দেশের এ দুর্যোগময় মূহুর্তে গৃহবন্দী কোটি কোটি মানুষের সময় কাটছে কর্মহীনভাবে। থেমে আছে জীবন জীবিকার তাগিদে ছুটে চলা ব্যস্ত মানুষগুলো। দেশের এমন দুঃসময়ে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন সমাজের নিম্ন আয়ের দিনমজুর মানুষ গুলো। আর গৃহবন্দী মানুষ গুলোর পাশে দাড়াতে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও বিভিন্ন ইউনিয়নের গরিব, অসহায় , গৃহবন্দী দিনমজুর পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা ও
গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।
আজ ১২এপ্রিল, রোববার সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলার আলীরগ্রামে প্রথম ধাপে ৪০টি অসহায় গরিব পরিবারের মাঝে চাল, ডাল, পেয়াজ, তৈল, আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণকালে শিক্ষক নেতৃবৃন্দরা বলেন, সরকারের পাশাপাশি আমাদের মতো বিভিন্ন ব্যাক্তি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এ ক্ষেত্রে ত্রান বিতরণকারী টিম ব্যতিত সবাইকে যার যার ঘরে থাকার অনুরোধ করছি। তারা আরোও বলেন, সরকারের নিকট যথেষ্ট ত্রাণ সামগ্রী রয়েছে তবুও আমরা আমাদের ব্যক্তিগত ভাবে মানবিক সহায়তা করছি। যারা এখনো ত্রান সামগ্রী পাননি তারা অপেক্ষা করুন ক্রমান্বয়ে আপনার/ আপনাদের দরজায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
ত্রাণ সামগ্রী বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন গহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আবুল হাসনাত জুয়েল, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, শিবেন চন্দ্র দাস, সহকারি শিক্ষক আনোয়ার হোসেন, সহকারি শিক্ষক পিন্টু চক্রবর্তী (গোবিন্দ) গোয়াইনঘাট বাজার ব্যাবসায়ী সমিতির সাবেক সভাপতি মোঃ জিল্লুর রহমান প্রমুখ।
আরও পড়ুন:  গ্রেনেড হামলায় নিহত ইব্রাহিম স্মরণে দোয়া ও শিরণী বিতরণ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১