১০টাকা দামে চাল কিনতে সামাজিক দূরত্ব বজায় না রেখেই একে-অন্যের সাথে মিশেই লাইনে দাঁড়িয়েছেন। ছবি: সিলেটের বার্তা
নিজস্ব প্রতিবেদক:: প্রাণঘাতী করোনা ভাইরাস এর সংক্রমণ প্রতিরোধে সরকার যেখানে লোক সমাগমে নিষেধ করেছে সেখানে ১০ টাকার বিতরণে লোক সমাগম পরিলক্ষিত হয়েছে।
আজ রবিবার সিলেট নগরীর শিবগঞ্জবাজারস্থ আকবরি জামে মসজিদের সম্মুখে ট্রাকে করে ১০টাকার চাল বিক্রি করা হয়।
১০টাকা দামে চাল কিনতে সামাজিক দূরত্ব বজায় না রেখেই একে-অন্যের সাথে মিশেই লাইনে দাঁড়িয়েছেন। ছবি: সিলেটের বার্তা
এসময় চাল কিনতে সামাজিক দূরত্ব বজায় না রেখেই একে-অন্যের সাথে মিশেই লাইনে দাঁড়িয়েছেন। যার ফলে করোনা সংক্রমণ আশঙ্কা করছেন স্থানীয়রা।
নাম প্রকাশ না করার শর্তে শিবগঞ্জবাজারের একজন ব্যবসায়ী সিলেটের বার্তাকে বলেন, কোনো নিয়ম-নীতি ছাড়াই। সামাজিক দূরত্ব বজায় না রেখে এভাবে লোক সমাগম করা উচিত নয়। এতে করোনা ঝুঁকি বেড়ে যাবে।