
সিলেটের বার্তা প্রতিবেদক:: প্রাণঘাতী করোনাভাইরাস এর কারণে সন্ধ্যায় ঘোর অন্ধকারে ডুবে যায় পুরো সিলেট। নগর-বন্দর, শহরতলী একই রূপ নিলেও হাইওয়ে রোড যেনো এর চেয়ে বেশী ভয়ের অন্ধকারে ঢেকে যায়।
গতকাল থেকে সিলেট জেলাকে কার্যত লক ডাউন ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণা বাস্তবে কার্যকর করতে দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানা পুলিশ।
শনিবার রাতে সিলেট-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার হাইওয়ে সড়কে লক ডাউন লেখা প্লে কার্ড হাতে অবস্থান নিতে দেখা যায় মোগলাবাজার থানা পুলিশের দু’জন সদস্যকে।
বিষয়টি সচেতন সিলেটবাসীর অন্তরে দাগ কাটে। সর্বমহলে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তা ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকে।
এ ব্যাপারে জানতে চাইলে মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন বলেন, মরণব্যাধি করোনাভাইরাস এর সংক্রমণ বিস্তার রোধে মোগলাবাজার থানা পুলিশ প্রতিদিন রুটিন অনুযায়ী কাজ করে যাচ্ছে।
সিলেট জেলাকে কার্যত লক ডাউন ঘোষণা করার পর পুলিশ আরও বেশী দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হওয়ার চেষ্টা অব্যাহত রাখতে চেষ্টা শুরু করেছে।