
সিলেটের বার্তা রিপোর্ট:: প্রাণঘাতী করোনাভাইরাসের এই পরিস্থিতির মাঝে ব্যবসা পরিচালনা করার দায়ে মৌলভীবাজারে ৩ কাপড় ব্যবসায়ীকে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ শনিবার জেলার জুড়ী শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বেলাগাঁও গ্রামের মো. আইনুলকে এক হাজার এবং উত্তর ভবানীপুর গ্রামের নাসির উদ্দিনকে পাঁচশ টাকাসহ ১১হাজার ৫শত টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক।
এ সময় সেনা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।