আজ বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১১:৫২

আরও ৩জনের মৃত্যু, সংক্রমিত ৯৪

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১১, ২০২০, ০৩:২৩ অপরাহ্ণ
আরও ৩জনের মৃত্যু, সংক্রমিত ৯৪

সিলেটের বার্তা ডেস্ক:: বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ঘন্টায় মারা গেছেন আরও ৩জন। এনিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০জনে। 

এছাড়া মরণব্যধি এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন শতাধিক লোক।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ধাপে ধাপে বাড়তে থাকে ভাইরাসটির সংক্রমণ। গেল ৯ এপ্রিল ২৪ ঘণ্টায় দেশে শতাধিক করোনা সংক্রমিত রোগী শনাক্তের কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এর পরদিন শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও বাড়ে মৃত্যুর সংখ্যা। শুক্রবার তারা ৯৪ জন শনাক্ত ও ছয়জনের মারা যাওয়ার কথা জানানো হয়।
ভাইরাসটির উৎপত্তিস্থল চীন পরিস্থিতি সামলে আনলেও এর আক্রমণে বিশ্বের অন্যান্য দেশ টালমাটাল। বিশ্বে এখন পর্যন্ত ১৬ লাখ ৯৯ হাজার ৫৬৫ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ১ লাখ ২ হাজার ৭৩৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৭৬ হাজার ৩২৩ জন।

বর্তমানে চিকিৎসাধীন ১২ লাখ ২০ হাজার ৫০৮ জন। এদের মধ্যে ৪৯ হাজার ৮৩০ জনের অবস্থা গুরুতর। অন্যদিকে মৃদু সংক্রমণ রয়েছে ১১ লাখ ৭০ হাজার ৬৭৮ জনের শরীরে।
এ ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। দেশটির ৫ লাখ ২ হাজার ৮৭৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১৮ হাজার ৭৪৭ জন।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। দেশটিতে ১ লাখ ৫৮ হাজার ২৭৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এছাড়া সেখানে মারা গেছেন ১৬ হাজার ৮১ জন।

 

আরও পড়ুন:  সিরিজ বোমা হামলা দিবসে সিলেট মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১