নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শফিক আহমদ নামে এক চিহ্নিত মোটরসাইকেল চোরকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
আটককৃত শফিকুল ইসলাম শফিক (২৬) এয়ারপোর্টে থানাধীন বনকলাপাড়া, নূরানী-১২/১২ সি এর ভাড়াটিয়া স্বপন মিয়ার ছেলে।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।
জানা যায়, গত ৭এপ্রিল বেলা পৌনে ৩টার দিকে ০২.৪০ সিলেট নগরীর বাগবাড়ীস্থ পিডিপি স্কুলের সামন থেকে একটি FZ-2, মোটরসাইকেল যার রেজিঃ (নং- সিলেট-ল-১২-০৮৯০) চুরি হয়।
এ ঘটনার রুমান কবির (২৪) বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা (নং-০৯) দায়ের করেছেন।