আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৬:০৭

মদীনায় করোনায় ২ বাংলাদেশির মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১১, ২০২০, ১২:০১ অপরাহ্ণ
মদীনায় করোনায় ২ বাংলাদেশির মৃত্যু

বাম থেকে মোহাম্মদ জাহাঙ্গীর ও আলাউদ্দিন। ছবি : সংগৃহীত

প্রবাস বার্তা:: প্রাণঘাতী করোনা ভাইরাসের উপস্বর্গ নিয়ে সৌদি আরবের মদিনায় দুইজন প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।

মোহাম্মদ জাহাঙ্গীর (৩৬) ও আলাউদ্দিন (৪০) দু’জনেই মদিনা শহরে বাস করতেন। তারা দুজনেই চট্টগ্রামের বাসিন্দা।

মৃত জাহাঙ্গীর সাতকানিয়ার উপজেলার সাত নম্বর মাদার্শা ইউনিয়নের মনসুর আলীর ছেলে। আর আলাউদ্দিন লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ি চাম্বিপাড়ার মোহাম্মদ আলী ছেলে।

একই গ্রামের সৌদি প্রবাসী আবু হানিফ জানান, ১০ এপ্রিল, শুক্রবার বিকেল ৩টার সময় মোহাম্মদ জাহাঙ্গীরের জ্বর, সর্দি ও কাশি দেখা দেয়। এরপর মদিনায় বাংলাদেশি মার্কেট থেকে হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়। আগে তার এই ধরনের কোন সমস্যা ছিল না বলেও জানান তিনি।

এদিকে আলাউদ্দিনের ছোট ভাই মোহাম্মদ মনছুর আলম জানান, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে আলাউদ্দিন মারা যান। ৮ এপ্রিল, বুধবার মদিনা মানোয়ার পাশ্বে সুকোলহুদা এলাকায় নিজ বাসায় তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে ডায়বেটিস রোগে ভুগছিলেন। তবে গত কয়েকদিন ধরে সর্দি, জ্বর ও কাশিতেও ভুগছিলেন তিনি। পরে বুধবার সকালে হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:  বিএনপির সঙ্গে আর সংলাপের সুযোগ নেই: ওবায়দুল কাদের

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১