সিলেটের বার্তা ডেস্ক:: মরণব্যধি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঢাকা ত্যাগ করলেন বাংলাদেশে অবস্থানরত ১২৩ জার্মান নাগরিক।
আজ শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১ টা ৪৩ মিনিটে কনডর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (ডিই-৬৯৩) জার্মানির ফ্র্যাঙ্কফুট বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তারা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র ফ্লাইট ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ফ্লাইটে বাংলাদেশে বসবাসরত দেশটির নাগরিক, কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরা রয়েছেন।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, ভুটান, রাশিয়া, মালয়েশিয়া ও জাপানের নাগরিকরা বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন।