সিলেটের বার্তা ডেস্ক:: প্রাণঘাতী করোনাভাইরাসের রোগী সিলেট এবং মৌলভীজারে ১জন করে সনাক্ত হয়েছে।
মরণব্যধি এই রোগে দেশে শনাক্ত হওয়া করোনা রোগীদের প্রায় দুই তৃতীয়াংশই ঢাকা জেলার (২০৯ জন)। এরমধ্যে ঢাকা সিটিতেই করোনা রোগী ধরা পড়েছে ১৯৬ জন। এর বাইরে জেলার অন্যান্য জায়গায় ১৩ রোগী শনাক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ আইইডিসিআরের ওয়েবসাইটে করোনা শনাক্তের জেলাভিত্তিক জেলাভিত্তিক আপডেট তথ্যে দেখা গেছে, ঢাকার পরই সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন নারায়ণগঞ্জে। এরিমধ্যে লকডাউন করে দেয়া জেলাটিতে ৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া মাদারীপুরে ১১ জন রোগী শনাক্ত হয়েছেন। এর বাইরে আর কোনো জেলাতেই শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দুই অঙ্কে পৌঁছেনি।
কোন জেলায় কতজন করোনা রোগী শনাক্ত:
ঢাকা বিভাগ:
ঢাকা সিটি-১৯৬
ঢাকা (জেলা)-১৩
গাজীপুর-২
জামালপুর-৩
কিশোরগঞ্জ-১
মাদারীপুর-১১
নারায়ণগঞ্জ-৫৯
নরসিংদী-৪
রাজবাড়ী-১
টাঙ্গাইল-২
শরিয়তপুর-১
শেরপুর-২
চট্টগ্রাম বিভাগ:
চট্টগ্রাম-৯
কক্সবাজার-১
কুমিল্লা-৪
সিলেট বিভাগ:
সিলেট- ১
মৌলভীবাজার- ১
রংপুর বিভাগ
রংপুর-২
গাইবান্ধা-৮
নীলফামারী- ১
খুলনা বিভাগ
চুয়াডাঙ্গা- ১
ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ-৪
মোট-৩৩০