আজ বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১১:১৫

২৪ ঘণ্টা চিকিৎসা প্রদানে প্রস্তুত ৬৯ মেডিকেল

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১০, ২০২০, ০৩:২১ পূর্বাহ্ণ
২৪ ঘণ্টা চিকিৎসা প্রদানে প্রস্তুত ৬৯ মেডিকেল

সিলেটের বার্তা ডেস্ক:: ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা প্রদানে প্রস্তুত রয়েছে দেশের ৬৯টি মেডিকেল কলেজ হাসপাতাল। এমনটা জানিয়েছে প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন।

এসব মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজারেরও বেশী চিকিৎসক প্রস্তুত রয়েছে বলেও জানায় সংগঠনটি।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে করোনা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এ কথা জানান বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ এসোসিয়েশনের মহাসচিব ডা. এনামুল রহমান।

তিনি বলেন, আমাদের প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনে ৬৯টি মেডিকেল কলেজ হাসপাতাল আছে। তারা সব ধরণের রোগীকে সেবা দেয়ার জন্য প্রস্তুত আছে। এখানে ডাক্তার, নার্স, টেকনিশিয়ানরা কাজ করছেন। তাই জাতিকে আমরা আশ্বস্ত করতে চাই, করোনা ভাইরাসে পাশাপাশি যে কোনো দুর্যোগে এই ৬৯ টি মেডিকেল সরকারের পাশে থেকে জনগণকে সব ধরণের সেবা দিতে বদ্ধপরিকর।

আরও পড়ুন:  করোনা কেড়ে নিল আরও ৩২ প্রাণ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১